রাজ্যজুড়ে কনকনে শীত, আগামী কয়েক দিন আবহাওয়া এরকমই থাকবে

দু’দিনের মধ্যে এক ধাক্কায় কলকাতার পারদ নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসে (Winter In Kolkata)। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি। উত্তুরে হাওয়া আর কনকনে ঠান্ডায় চেনা ছন্দে শীত। পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাওয়ার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার থেকে জাঁকিয়ে পড়েছে শীত। এপর্যন্ত মরসুমের শীতলতম দিন ছিল বুধবার। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি প্রভৃতি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বর্ধমানে পারদ নেমেছে ৯.৩ ডিগ্রিতে।
এদিকে উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা পড়েছে। বৃহস্পতিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে ৯ ডিগ্রি। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডার আমেজ নিতে শৈল শহরে বাড়ছে পর্যটকের ভিড়। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিঙে এমনই ঠান্ডা থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। কুয়াশার জালে মোড়া কোচবিহারে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। জলপাইগুড়িতেও বৃহস্পতিবারের পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন ঠান্ডা এরকমই থাকবে (Winter In Kolkata)।

Comments are closed.