পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রুত কাজ শেষ করতে বিশেষ কমিটি গড়লো পূর্ত দফতর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের গতি আনতে বিশেষ কমিটি গড়ল পূর্ত দফতর। পাঁচ সদস্যের ‘রিপোর্ট মনিটরিং সেল’ গঠন করেছে পূর্ত দফতর। পূর্ত দফতরের অধীনে থাকা সব কর্মীকে কাজের রিপোর্ট জমা দিতে হবে রিপোর্ট মনিটরিং সেলকে। বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্তমন্ত্রী পুলক রায়কে কাজে গতি আনার নির্দেশ দিয়েছিলেন।

 

সেই নির্দেশ পালন করেই পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ত দফতরকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়। নবান্ন সূত্রের খবর, ‘রিপোর্ট মনিটরিং সেল’-এ রয়েছেন পূর্ত দফতরের বরিষ্ঠ ডেপুটি সেক্রেটারি। বিভিন্ন জেলা থেকে আসা কাজের রিপোর্টও জমা পড়বে রিপোর্ট মনিটরিং সেলে। এই বিষয়ে রাজ্যের প্রতিটি জেলায় পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে পূর্ত দফতরের কাজ শেষ করার লক্ষ্য পূর্ত মন্ত্রী পুলক রায়ের। পূর্ত দফতরের পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বে রয়েছেন্ন পুলক রায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২৪ সালের মধ্যে রাজ্যের সব জায়গায় নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন। সেইমত কাজ করছেন মন্ত্রী পুলক রায়। তিনি রাজ্যে প্রতিটি ব্লকে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজেও জোর দিয়েছে।

 

Comments are closed.