টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ভারত, মাত্র ৫৬ বলে ৮৭ রান স্মৃতি মান্ধানার

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারতের মহিলা বাহিনী। ভারত ৫ রানে হারায় আয়ারল্যান্ডকে। সেমিফাইনালে যেতে গেলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে হত ভারতকে। স্মৃতি মান্ধানার দুরন্ত ৮৭ রানের সুবাদে ভারত করে ৬ উইকেটে ১৫৫ রান।  স্মৃতি মান্ধানার ৮৭ রান আসে মাত্র ৫৬ বলে।

এদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাট শুরু করে হরমনপ্রীতরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীতরা। মাঠে নামেন স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। আয়ারল্যান্ডের বোলাররা স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মাকে টলাতে পারেননি। দুই ওপেনার ৯ ওভার খেলে দেন। ১০ তম ওভারের তৃতীয় বলে ফিরে যান শেফালি। স্মৃতির সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক হরমনপ্রীত। বল হাতে পেয়েও দাপট দেখাতে থাকেন ভারতের  মহিলা বাহিনী। প্রথম বলেই রান আউট হন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। দ্বিতীয় রান নিতে গিয়ে জেমাইমার ছোড়া থ্রোয়ে রিচা তাঁকে রান আউট করেন। সেই ওভারেই ওর্লা প্রেন্ডারগাস্টকে ফিরিয়ে দেন রেণুকা সিংহ ঠাকুর।

তবে এদিন ভারত অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটে খুব বেশি রান না এলেও বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রান করে ফেললেন তিনি।  পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটার মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন।

Comments are closed.