প্রবাসী বাঙালিদের জন্য চালু হচ্ছে আপন বাংলা পোর্টাল। প্রবাসী বাঙালি ও ভারতীয়রা এই পোর্টালের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেখান থেকে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা তা উল্লেখ থাকবে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাণিজ্য সম্মেলনে সহজেই যোগ দিতে পারবেন প্রবাসী ভারতীয়রা। তবে এইক্ষেত্রে প্রবাসী বাঙালিদের বেশি অগ্রাধিকার দেবে রাজ্য।
এরফলে রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে। এই পরিষেবার জন্য চালু হচ্ছে আপন বাংলা নামের একটি পোর্টাল। নবান্ন সূত্রের খবর, পোর্টাল চালুর পাশাপাশি চালু করা হবে বিশেষ সহায়তাকেন্দ্র। প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য বিশেষ পর্যটন পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সহজেই যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, রাজ্য বিধানসভা বাজেটের পেশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, এটা কর্মসংস্থানমুখী বাজেট। এই বাজেটের ফলে রাজ্যের বহু ছেলে- মেয়ে কাজ পাবে। আপন বাংলা কার্ডের মাধ্যমে রাজ্যে বিনিয়োগ হবে বলে আশাবাদী রাজ্য সরকার।
Comments are closed.