আজ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মতিথি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে এই দিনটি। বেলুড় মঠ ও রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে পূণ্যতিথি।
বেলুড় মঠে ভোড় সাড়ে চারটের সময় মূল মন্দিরে মঙ্গলারতি হয়। এরপর হয় বেদ পাঠ ও স্তব গান। এরপর সন্ন্যাসী মহারাজরা ও ভক্তরা খোল ও করতাল নিয়ে সারা মঠ পরিদর্শন করেন। এদিন সারাদিন ধরে বিশেষ পুজো ও হোম হয় মঠে। বিশেষ পুজো ছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ, ভক্তিগীতি, বংশীবাদন, ভজন ও রামকৃষ্ণ ঠাকুরের কথা আলোচনা হয় মঠে। এদিন বেলুড় মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। বেলুড় মঠ ছাড়া কামারপুকুর, জয়রামবাটি ও রামকৃষ্ণ মিশনের প্রতিটি শাখায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামারপুকুরে বেলা সাড়ে ১০ টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। বেলুড় মঠে বেলা ১১ টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। এদিন কয়েক হাজার মানুষ ভোগ পেয়েছেন বেলুড় মঠে।
Comments are closed.