বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা মধ্যশিক্ষা পর্ষদের
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্য়মিক পরীক্ষা। এর আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের জানাচ্ছি, পরীক্ষা নিয়ে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
তিনি আরও জানান, এই বছর মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। আরও ৩৫০ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েছে। ১২২৬টি পরীক্ষার সেন্টার রাখা হয়েছে। ৪০ হাজার ৫০০ পরীক্ষক থাকছেন। এর মধ্যে প্রধান পরীক্ষক থাকছেন ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলেটর থাকছেন। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্র ভালো করে খুঁটিয়ে দেখা হয়েছে। মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, মনে রাখা উচিত এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। কিন্তু আরও বড় পরীক্ষা দিতে হবে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেও পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এইবছর বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৭ জন।
Comments are closed.