আগামী শুক্রবার দেড়শো বছরে পা দিচ্ছে শহরের ট্রাম পরিষেবা। একটা সময়ে শহর কলকাতায় যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে থাকলেও ট্রাম এখন বিলুপ্তির পথে। বর্তমানে শুধুমাত্র ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটেই ট্রাম চলে। এই অবস্থায় ট্রাম রেখে দিতে সরকারের কাছে আর্জি জানালেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি।
মঙ্গলবার অধিবেশনের শেষের দিকে বিমান ব্যানার্জি বলেন, কলকাতার ট্রাম দেড়শো বছরে পা দিচ্ছে। সেই ট্রাম যেন শহর থেকে উঠে না যায়, সে দিকে সরকারকে নজর দিতে অনুরোধ করবো। স্পিকার আরও বলেন, ট্রামের সঙ্গে কলকাতা তথা রাজ্যবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। তাই সরকারের উচিত এই পরিষেবা চালিয়ে যাওয়া।
স্পিকারের অনুরোধের উত্তরে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমি জোর দিয়ে বলতে পারি শহর থেকে ট্রাম তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। কয়েকটি জায়গায় যানজটের জন্য ট্রাম তুলে নিতে হয়েছে, কিছু জায়গায় মেট্রোর কাজের জন্য ট্রাম বন্ধ রয়েছে। তবে সরকার কোনও দিনই পুরোপুরি ট্রাম তুলে দেওয়ার পক্ষে নয়।
প্রসঙ্গত, ট্রামের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একদল ট্রামপ্রেমীর তরফে পাঁচ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে। ট্রাম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ওই সংস্থা।
Comments are closed.