পাঁচগুন বরাদ্দ বাড়লো স্বাস্থ্যসাথী কার্ডে, দামী ওষুধ ও পরীক্ষার ক্ষেত্রে ৫ গুন বেশি সাহায্য পাওয়া যাবে
বরাদ্দ বাড়ানো হল স্বাস্থ্যসাথী কার্ডের। এবার থেকে স্বাস্থ্যসাথীর রোগীরা এনএবিএইচএল শংসাপত্রপ্রাপ্ত হাসপাতালে ভর্তি থাকলে বিশেষ প্রয়োজনে দামী ওষুধ ও রোগ পরীক্ষার ক্ষেত্রে পাঁচ গুন বেশি টাকা পাবেন। রাজ্যের ৩০টি এনবিএইচএল ( ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অফ হসপিটালস অ্যান্ড ল্যাবরেটরিজ) অনুমোদিত হাসপাতালগুলিতে এই সুবিধা পাওয়া যাবে৷
এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসা হার্ট ও অর্থো রোগীদের ক্ষেত্রেও সুখবর শুনিয়েছে স্বাস্থ্য দফতর। হার্টের চিকিৎসার জন্য রোগীদের সরকারি হাসপাতালে ইমপ্ল্যান্ট খরচ অর্থাৎ হার্টের স্টেন্ট, পেসমেকার, হাড়ের ক্ষেত্রে অপারেশনের ইমপ্ল্যান্ট খরচ দেবে রাজ্য সরকার। এবার লোকাল পারচেজ করে রোগীর চিকিৎসায় সেসব ব্যবহার করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে স্বাস্থ্যসাথীতে কোন কারণ ছাড়াই সরকারি খরচ কমাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত অডিট হবে। কলকাতা সহ জেলার ২০০জন চিকিৎসককে নিয়ে একটি রাজ্যস্তরের এবং একটি করে জেলা স্তরের কমিটি তৈরি করা হবে। এই কমিটির সদস্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করবেন।
Comments are closed.