অ্যাডিনোভাইরাস নিয়ে এবার জেলায় জেলায় কড়া পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য দফতর  

রাজ্য জুড়ে ক্রমশ বেড়েই চলেছে অ্যাডিনোভাইরাস আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাস সংক্রমণের সময়ে রাজ্য জুড়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার অ্যাডিনোভাইরাস নিয়েও জেলায় জেলায় প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

সোমবার সকালে মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে এক শিশুর। শনিবার রাতে বিসি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর। যদিও এদের কারও শরীরেই অ্যাডিনোভাইরাস পাওয়া যায়নি। এই সকলেরই মৃত্যু হয়েছে নিউমোনিয়াতে। এদের সকলের জ্বর এবং প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

যদিও চিকিৎসকদের পক্ষ থেকে অ্যাডিনোভাইরাস নিয়ে শিশুদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ বছরের উর্দ্ধের সকল শিশুদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের কথাও বলা হচ্ছে। প্রতি বছরের তুলনায় এই বছরে অ্যাডিনোভাইরাসের প্রকোপ অনেকটাই বেশি। তাই কলকাতা ছাড়াও জেলায় জেলায় কড়া পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য দফতর।

Comments are closed.