অশোকনগরের পর দেগঙ্গায় বিপুল প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল ভান্ডারের সন্ধান পেল ONGC। দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের হামাদামা এলাকায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালিয়েছিল ONGC। হামাদামা বাজার এলাকায় ড্রিল সাইটের জন্য জমি চিহ্নিত করছে ONGC। সেইমত দ্রুত জমি লিজ পাওয়ার জন্য জমি মালিকদের সঙ্গে কথা বলেছেন ONGC’র কর্তারা। তিন বছরের জন্য ওই জমি লিজে নেওয়া হবে।
একদফা বৈঠকও সম্পন্ন হয়েছে। জমির দাতাদের ক্ষতিপূরণ ও জমিদাতাদের পরিবারের সদস্যদের চাকরির দিকটিও খতিয়ে দেখছে ONGC কর্তারা।
কর্তাদের আরও দাবি ওই এলাকায় তেলের পাশাপাশি বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় রয়েছে, ড্রিলের মাধ্যমে সন্ধান চালাবে ONGC। উল্লেখ্য, এর আগেও ONGC উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাইগাছি এলাকার দুটি কূপ থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাইগাছিতে প্রথম কূপ উদ্বোধন হয়েছিল। এরপর উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান শুরু হয়েছিল। এই জেলারই বনগাঁর কামদেবপুর মৌজায় গরীবপুরেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সন্ধানের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই এই খবরে জেলা জুড়ে খুশির হাওয়া বইছে।
Comments are closed.