অনৈতিক জোট, অধীর চৌধুরী তো বলেই দিলেন…; সাগরদিঘি নিয়ে কটাক্ষ মমতার 

সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ২২,৮৯০ ভোটে জয়ী হয়েছেন। যা নিয়ে এবার  বিরোধীদের পাল্টা এক হাত নিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন কংগ্রেসের জয়ী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর খোঁচা, সাগরদিঘিতে হারের জন্য আমি কাউকে দোষ দেব না। তবে এটি অনৈতিক জোট। এরপরেই কংগ্রেস, সিপিএম, বিজেপিকে একযোগে বিঁধে মমতা ব্যানার্জি বলেন, অধীর চৌধুরীকে ধন্যবাদ। উনি তো বলেই দিলেন, সিপিএমের পাশাপাশি বিজেপির ভোটও ওরা পেয়েছে। 

প্রসঙ্গত এদিন জয়ের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন। পাশপাশি তিনি বলেন,রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে হলে সব বিরোধীদের একজোট হতে হবে। আর এদিন অধীর চৌধুরীর এই মন্তব্যকে হাতিয়ার করেই পাল্টা বিঁধেছেন তৃণমূল নেত্রী। 

এদিন ইডি সিবিআই নিয়েও কেন্দ্রকে ফের একবার তীব্র আক্রমণ শানিয়েছেন। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে তৃণমূল নেত্রীর তীব্র কটাক্ষ, কেষ্টকে কেন দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে! তারপরেই বলেন, কারণ, সামনেই পঞ্চায়েত ভোট আসছে। এছাড়াও বুধবার সরকারি আইনজীবীর বাড়িতে ইডির হানা নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিম। 

Comments are closed.