মাত্র ৩ বছর বয়সে সেরিব্রাল অ্যাটাক! আন্তর্জাতিক স্তরে তিনটি ইভেন্টে সোনা জয় বাংলার খুদে সপ্তকের

দিল্লিতে আয়োজিত ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনা জয় করল বাংলার খুদে। অশোকনগরের জোড়া পুকুর এলাকার বাসিন্দা সপ্তক সাহা। তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের তিনটি ইভেন্টেই সোনার পদক জয় করেছে সে। ফাইটিং, পুমস ও স্পিড কিকে একটি করে সোনার পদক জয় করেছে সপ্তক।

 

মাত্র ৩ বছর বয়সে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সপ্তকের। ব্রেন সহ শরীরের একটা দিক অসাড় হয়ে যায় সপ্তকের। কিন্তু হাল ছাড়েনি সপ্তকের পরিবার। ফিজিওথেরাপি ও খেলাধুলোর মধ্যে তাঁকে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। মাত্র ৬ বছর বয়সে স্থানীয় এক কোচের থেকে অনুশীলন নিতে শুরু করে সপ্তক। পঞ্চম শ্রেণীর ছাত্র সপ্তক। এই মুহুর্তে তার ঝুলিতে রয়েছে রাজ্য স্তরের ২ টি সোনার পদক ও  ১ টি সিলভার পদক। তার ঝুলিতে রয়েছে জেলা স্তরের  ১ টি সোনার পদক। এখন তার ঝুলিতে যুক্ত হল আন্তর্জাতিক স্তরের পদকও।

তার সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। মা মাম্পি সাহা জানিয়েছেন, মাত্র ৩ বছর বয়সে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আজ খুব আনন্দ হচ্ছে। সব রকম প্রতিবন্ধকতা কাটিয়ে আন্তর্জাতিক স্তরে সোনা জয় করেছে ছেলে।

পায়ে এবং ডান হাতে কিছু সমস্যা এখনও রয়েছে সপ্তকের। শ্রীলংকা, বাংলাদেশ,  মায়ানমার, সাউথ কোরিয়া, জাপান, নেপাল ও ভুটানের মতন দেশের প্রতিযোগীদের হারিয়ে সপ্তকের সোনা জয় গর্বের বিষয় বলে জানিয়েছেন মা মাম্পি সাহা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোট বয়সে কোনও বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে, তবে ভয় না পেয়ে এমনভাবে তাঁকে গড়ে তুলতে হবে, সমাজের আর ৫ জন বাচ্চার থেকে সে যেন অনেকটা এগিয়ে থাকে। যা করে দেখিয়েছে সপ্তক।

Comments are closed.