পানীয় জলের অপচয় চিহ্নিত করতে কলকাতার আরও বেশ কিছু এলাকায় বসছে জলের মিটার। পানীয় জলের অপচয় বন্ধ করতে আগেই কলকাতার কয়েকটি জায়গায় জলের মিটার বসানোর কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, কোথাও কোথাও এখনও পানীয় জলের অপচয় হচ্ছে। সেটা চিহ্নিত করতে জলের মিটার বসানোর কাজ করা হবে।
পুরসভা প্রতিদিন ৫১৫ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদন করে। আরও ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন করা হবে। এরফলে প্রত্যেক নাগরিকের পানীয় জল পাওয়ার কথা। কিন্তু তবুও পানীয় জলের ঘাটতি মেটাতে ও কোথায় জল নষ্ট হচ্ছে তা চিহ্নিত করতে জলের মিটার বসানো হবে।
৬ বছর আগে ১ নম্বর বরোর ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের সব বাড়িতে জলের মিটার বসানোর কাজ হয়েছে। কাশীপুর, টালা, সিঁথি, বেলগাছিয়া, নর্দার্ন অ্যাভিনিউ এলাকায় সেই কাজ শেষ হয়েছে।
এবার দক্ষিণ কলকাতা,পূর্ব কলকাতা ও জোকায় কাজ শুরু হবে। দক্ষিণ কলকাতার যাদবপুর, বাঘাযতীন, মুকুন্দপুর, পাটুলি, কসবা, মাদুরদহ, নয়াবাদ, গরফা ছাড়াও জোকার ৩ টি ওয়ার্ডে জলের মিটার বসানোর কাজ শুরু হবে।
Comments are closed.