নারীর অধিকার আমাদের অঙ্গীকার, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

নারীর অধিকার আমাদের অঙ্গীকার। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। ফেসবুকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক একটি পোস্ট করেন তিনি।

https://www.facebook.com/552897051776642/posts/pfbid02zxi3dThcjACwNsLr5d1yu8awk9HGzQvXnZ9oDFp8Q4vNokUbfQhNFmCXfDz5iQxkl/?mibextid=Nif5oz

মুখ্যমন্ত্রী ওই পোস্ট রাজ্যে মহিলাদের জন্য সব প্রকল্পের কথা তুলে ধরেন। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার।

প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হয়।UNESCO-র তরফে জানানো হয়েছে, ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে সেই বছর এই দিনটি পালন করা হয়েছিল। পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে। রাশিয়াতেই প্রথম বার এই দিনটি পালিত হয় ৮ মার্চ। এর পর থেকে প্রতি বছর এই দিনটিকেই আন্তর্জাতিক নারী দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

প্রতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের আলাদা আলাদা থিম হয়। এই বছরের থিম ‘DigitALL: Innovation and technology for gender equality’। অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তিক্ষেত্রে লিঙ্গসমতা। এই মুহূর্তে গোটা পৃথিবী এখন প্রযুক্তির উপর নির্ভরশীল।

Comments are closed.