বাংলার মহিলা রেফারি হিসেবে নাম উজ্জ্বল করলেন শিলিগুড়ির বাসিন্দা কণিকা বর্মণ। বুধবার নারী দিবসের দিন তাইল্যান্ডের বুরিয়ামে মেয়েদের অনুর্দ্ধ-২০ এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে চিনা তাইপে বনাম তাজিকিস্তান ম্যাচ পরিচালনা করলেন কণিকা।
শিলিগুড়ির শালুগাড়ার বাসিন্দা কণিকা। ছোট থেকে খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ছিল না কণিকার। কিন্তু বাবা-মা চাইতেন মাঠে নামুক কণিকা। অ্যাথলেটিক্স দিয়ে খেলাধুলার কেরিয়ার শুরু করেন কণিকা। মাত্র ১৬ বছর বয়সে অ্যাথলেটিক্স ছেড়ে ফুটবল খেলতে আসেন কণিকা। ফুটবলের প্রথম জীবনে স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেন তিনি। শিলিগুড়ি থেকে চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে সেইভাবে নাম করতে পারেননি কণিকা। তাই ফুটবল ছেড়ে রেফারি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরু হয় বাঁশি মুখে ম্যাচ পরিচালনা।
রেফারি হিসেবে কেরিয়ার গড়তেও প্রথম দিকে নানান বাধার সম্মুখীন হতে হয়েছিল কণিকাকে। ৩ বছর আগে ফিফা প্যানেলে জায়গা করে নিয়েছিলেন। ১ বছর আগে এএফসি (AFC) এলিট মহিলা রেফারি ও সহকারী রেফারিদের প্যানেলে জায়গা করে নেন কণিকা। এরপর তাইল্যান্ডের বুরিয়ামে মেয়েদের অনুর্দ্ধ-২০ এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে চিনা তাইপে বনাম তাজিকিস্তান ম্যাচ পরিচালনা করলেন কণিকা।
Comments are closed.