গঙ্গা দূষণ ঠেকাতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, দূষিত জল গঙ্গায় না পড়ার জন্য তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান

রাজ্যে গঙ্গা দূষণ ঠেকাতে নতুন পরিকল্পনা করছে সরকার। গঙ্গার দুইপাড়ে সব শহরের নিকাশি উন্নয়নের পরিকল্পনা করছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে থাকা কে এম ডি এ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, গঙ্গা দূষণ কমাতে বিভিন্ন পুর এলাকায় নতুন ট্রিটমেন্ট প্লান্ট বসানো হচ্ছে। যাতে শহরের নিকাশি নালার জল সরাসরি গঙ্গায় না পড়ে। গঙ্গার পাশাপাশি আদিগঙ্গার ক্ষেত্রেও একই ধরণের পরিকল্পনা করা হচ্ছে।

গঙ্গার আশেপাশে যেসব শহর রয়েছে, সেইসব শহর থেকে যাতে কোনওভাবে নিকাশি জল গঙ্গায় না পড়ে, গঙ্গা দূষণ রোধ করতে চাইছে কেন্দ্র সরকার। সেই জন্য কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতর থেকে সব রাজ্যকে নির্দেশিকা পাঠানো হয়েছে। গঙ্গার চারিপাশে থাকা শহরে আধুনিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। এবার গঙ্গা দূষণ রোধ করার লক্ষ্যে পথে নামছে মমতা ব্যানার্জি সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের এক শীর্ষ আধিকারিক জানান, গঙ্গার তীরে যত শহর রয়েছে, সেইসব শহরের নিকাশি নালার দূষিত জল যাতে গঙ্গায় না পড়ে তাই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।

সৌন্দর্যায়নের নামে গঙ্গার তীরে কোনও নির্মাণ করা যাবে না। গঙ্গার পাড়কে বিভিন্ন জোনে ভাগ করার কথা বলা হবে। প্রত্যকে জোনের ক্ষেত্রে আলাদা আলাদা বিধি নিষেধ থাকবে। জানা গিয়েছে এরজন্য একটি গাইডলাইন তৈরি করা হবে।

এই প্রসঙ্গে পরিবেশকর্মী সুভাষ দত্তের কথায়, গঙ্গা দূষণ রোধে একাধিক পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু বাস্তবে কোনও কিছু হচ্ছে না। বাংলায় গঙ্গার ধারে ৪৪টি পুরসভা আছে। কয়েকটি ছাড়া কোথাও দূষণ রোধের ব্যবস্থা নেই।

Comments are closed.