দিল্লি সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস; দেখা করলেন অমিত শাহের সঙ্গে 

পঞ্চায়েত ভোটের আগে দিল্লি সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতেই তাঁর রাজধানী যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের এই দিল্লি সফর ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। 

সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়ে থাকতে পারে আনন্দ বোসের। এছাড়াও রাজ্যের সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। শুক্রবার সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে দু’জনের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। 

তবে রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও তরফেই প্রকাশ্যে কিছু জানানো হয়নি। সব ঠিক থাকলে মে মাস নাগাদ রাজ্যে পঞ্চায়েত ভোট শুরু হয়ে যেতে পারে। এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি করেছে রাজ্য বিজেপি। এ ছাড়াও একগুচ্ছ ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপির নেতারা। এই পরিস্থিতিতে রাজ্যাপাল-সিভি আনন্দ বোসের সাক্ষাৎ  অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে অনেকে মনে করছেন।     

Comments are closed.