পদ্ম সম্মান পেলেন বাংলার বাসিন্দা প্রীতিকনা গোস্বামী, মঙ্গলাকান্তি রায়, ধনিরাম টোটো, পদ্মবিভূষণ পেলেন দিলীপ মহলানবাস
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম পুরস্কার নিলেন বাংলার ৪ জন। বুধবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১০৬ জন ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার দেওয়া হয়। তাঁদের মধ্যে বাংলা থেকে রয়েছেন ৪ জন। তাঁরা হলেন কাঁথা শিল্পী প্রীতিকনা গোস্বামী, জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী মঙ্গলাকান্তি রায় ও টোটো ভাষা সংরক্ষক ধনিরাম টোটো পদ্ম পুরস্কার পেয়েছেন। প্রয়াত চিকিৎসক শ্রী দিলীপ মহলানবিস মরনোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন।
বাংলার বাসিন্দা ধনিরাম টোটো বিলুপ্তপ্রায় টোটো ভাষা নিয়ে কাজ করার জন্য পদ্ম পুরস্কার পেয়েছেন। লোকসঙ্গীতে অবদানের জন্য মঙ্গলা কান্তি রায় পেয়েছেন পদ্ম পুরস্কার। জলপাইগুড়ির বাসিন্দা ১০২ বছরের মঙ্গলাকান্তি এই মূহুর্তে বাংলার সবথেকে প্রবীণতম লোকশিল্পী। অন্যদিকে সোনারপুরের বাসিন্দা কাঁথা শিল্পী প্রীতিকনা গোস্বামী পেয়েছেন পদ্ম পুরস্কার। তাঁর হাত ধরেই ঐতিহ্যবাহী কাঁথাশিল্পী পুনুরুজ্জীবন পেয়েছে। মরনোত্তর পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন চিকিৎসক শ্রী দিলীপ মহলানবিস। গত বছর প্রয়াত হন তিনি। দিলীপ মহলানবিসের হাত ধরে তৈরি হয়েছিল ওরাল রিহাইড্রেশন সলিউশন অথবা ওআরএস।
বুধবার রাষ্ট্রপতি ভবনে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও লোকসভার স্পিকার ওম বিড়লা। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাকাল্লে মোট ১০৬ টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন পাওয়া গিয়েছিল। এরমধ্যে তিনটি ছিল যুগ্ম পুরস্কার। যুগ্ম পুরস্কার প্রাপকদের ক্ষেত্রে একটি পুরস্কার হিসেবেই গণনা করা হয়।
Comments are closed.