নয়া সিদ্ধান্ত রেলের, স্টেশনে কেউ অসুস্থ হয়ে পড়লে রেলের পক্ষ থেকে মিলবে চিকিৎসা পরিষেবা

বাংলায় বোলপুর, বর্ধমান ও আসানসোলের মতন ১৬ টি স্টেশনে ২৪ ঘণ্টা এই সুবিধা পাওয়া যাবে

যাত্রীদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত রেলের। এবার থেকে স্টেশনে অথবা ট্রেনে সফর করার সময় কেউ অসুস্থ হয়ে পড়লে পাওয়া যাবে চিকিৎসার সুবিধা। দেশের ২৮৮ টি স্টেশনে একটি পাবলিক পার্টনারশিপ মডেলের মাধ্যমে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। জানা গিয়েছে, একটি ফার্মেসি, একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি অ্যাম্বুলেন্স থাকবে। বাংলায় বোলপুর, বর্ধমান ও আসানসোলের মতন ১৬ টি স্টেশনে ২৪ ঘণ্টা এই সুবিধা পাওয়া যাবে। জানা গিয়েছে, যাত্রীদের পাশাপাশি সুবিধা পাবেন স্টেশনের ব্যবসায়ী, হকার ও সংলগ্ন এলাকার লোকজন।

 

ট্রেন ধরতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা ট্রেন থেকে নামার পর কেউ অসুস্থ হলে এই সুবিধা পাবেন। স্টেশনেই থাকবে চিকিৎসার সুবিধা। থাকবেন চিকিৎসক। থাকবে ডায়গনিস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যাবে। একটি পিপিই মডেলের মাধ্যমে এই ব্যবস্থা করা হবে বলে এতে রেলের আয় হবে বছরে ৩ কোটি ২৫ লক্ষ টাকা। এই বছরের শেষেই চালু হবে এই ব্যবস্থা।

 

উল্লেখ্য, এতদিন স্টেশনে কেউ অসুস্থ হয়ে পড়লে বা যাত্রাকালীন কেউ  অসুস্থ হয়ে পড়লে রেলের পক্ষ থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যেতনা। এবার থেকে স্টেশনে থাকবে ফার্মাসি, যেখানে ওষুধ কেনা যাবে। থাকবেন চিকিৎসক, যিনি চিকিৎসা করতে পারবেন আর দরকার পড়লে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে স্থানীয় হাসপাতালে।

Comments are closed.