ভিক্টোরিয়া মেমোরিয়ালে শনিবার ও রবিবার আয়োজন করা হয়েছে অ্যাস্ট্রো নাইট। এই অ্যাস্ট্রো নাইটে মহাকাশ চিনতে পারবেন সাধারণ মানুষ। শনিবার ও রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর-পশ্চিমের লনে মহাকাশ নিয়ে আগ্রহীরা দেখতে পারবেন বৃহস্পতির ৭৯ টি উপগ্রহের সবথেকে বড় চারটি উপগ্রহ ইউরোপা, গ্যালিমিড, ক্যালিস্টো ও আইও-কে।
মহাকাশের প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করা হয়েছে অ্যাস্ট্রো নাইটের। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, সায়েন্স সিটি, শখের জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন, সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস (ইন্ডিয়া) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের মিলিত উদ্যোগে শনিবার ও রবিবার ভিক্টোরিয়ার উত্তর-পশ্চিম লনে আকাশ চেনানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আকাশ চেনানো হবে। তবে এরজন্য মহাকাশ আগ্রহীদের কোনও প্রবেশমূল্য দিতে হবে না।
জানা গিয়েছে, শনিবার আকাশ চেনাবেন বিড়লা তারামণ্ডলের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি। রবিবার আকাশ চেনাবেন জ্যোতির্বিজ্ঞানী দিব্যেন্দু নন্দী।
Comments are closed.