সকালে মন্দিরে পুজো, শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন, খেলেন ফুটপাত থেকে ছাতুর সরবতও; অন্য মেজাজে রাজ্যপালকে দেখল কলকাতা 

বৃহস্পতিবার একবারে অন্য মেজাজে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এদিন সকাল ১০ টা নাগাদই রাজভবন থেকে বেরিয়ে লেকটাউনের এক হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। তারপরেই কার্যত রাজপথে নামেন তিনি। নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থেকেও এদিন একবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান রাজ্যপাল। লেকটাউন থেকে সোজা পৌঁছে যান একবালপুর অঞ্চলে। সেখানে, পথচলতি মানুষ থেকে এলাকার বাসিন্দা সবার সঙ্গে কথা বলেন। রাস্তার ধারের দোকানিদের সঙ্গেও কথা বলতে দেখা যায় সিভি আনন্দ বোসকে। 

একবালপুর থেকে রাজ্যপাল পৌঁছে যান মধ্য কলকাতার পোস্তা অঞ্চলে। সেখানেও একই ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন রাজ্যপাল। এরপরেই ফুটপাতের ধারে এক ছাতু বিক্রেতার সঙ্গে কথা বলার সময় ছাতুর সরবত খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। ছাতুর সরবত খাওয়ার পর দোকানিকে দাম দিতেও দেখা যায় তাঁকে। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে উৎফুল্ল পথচলতি মানুষও। সব মিলিয়ে হনুমান জয়ন্তীর দিন একেবারে অন্য মেজাজে দেখা গেল রাজ্যপালকে। 

Comments are closed.