আজ ধৈর্য্য, প্রার্থনা ও ত্যাগের দিন, গুড ফ্রাইডের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আজ হল ধৈর্য্য, প্রার্থনা ও ত্যাগের দিন। সকলকে গুড ফ্রাইডের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02qwKLkBVhoEoCRYmqV6G1EfMc6t8U5afcjsaptx84YeTK3LdoPg3LQUhZaho2UNjl&id=100044572053325&mibextid=Nif5oz

আজ গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে ইস্টারের আগে শুক্রবারে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো আজও সারা বিশ্বে পালিত হচ্ছে গুড ফ্রাইডে। বাইবেল অনুসারে, খ্রিষ্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুদিন হিসেবে গুড ফ্রাইডে পালন করা হয়। গুড ফ্রাইডে হল পবিত্র সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবের অপর নাম “পবিত্র শুক্রবার”, “কালো শুক্রবার”, “মহান শুক্রবার”। গুড ফ্রাইডে খ্রিষ্টানদের একটি ধর্মীয় ছুটির দিন।

অনেক খ্রিস্টানরা প্রার্থনার সঙ্গে উপবাসও করে। এদিন গোটা বিশ্বের পাশাপাশি বাংলাতেও পালিত হচ্ছে গুড ফ্রাইডে। সকাল থেকেই চার্চে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

Comments are closed.