মাঝে আর মাত্র ১ দিন। রবিবারই সেই মাহেন্দ্রক্ষণ। দেশের মধ্যে প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। যা নিয়ে হাওড়া ময়দান স্টেশনে ইতিমধ্যেই সাজসাজ রব। ট্রায়াল রান হলেও মেট্রোর এই নতুন রুট নিয়ে উত্তেজিত সাধারণ মানুষও।
মেট্রোর তরফে আগেই জানানো হয়েছিল, খুব শীঘ্রই গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান শুরু হয়ে যাবে। লাইনের কাজ প্রায় শেষ। সেই মতোই অবশেষে ট্রায়াল রানের তারিখ জানা গেল। প্রথমে ঠিক হয়েছিল মঙ্গলবার তারপর রবিবার দিনটাই স্থির হয়েছে।
মেট্রোর এই নতুন লাইন নিয়ে দীর্ঘ দিন ধরেই দেশ জুড়ে চর্চা চলছে। গঙ্গার গভীরতা ১৩ মিটার। তারও ১৩ মিটার নীচে পলি কেটে লাইন পাতার কাজ হয়েছে। নদীর নীচ দিয়ে তো বটেই, দেশের মধ্যে গভীরতম মেট্রো লাইনও হতে চলেছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে ট্রায়াল রান শুরু হয়ে গেল অপেক্ষা থাকবে শুধু ছাড়পত্র মেলার। তারপরেই শুরু হয়ে যাবে নতুন এই রুটের মেট্রো।
Comments are closed.