দুর্ঘটনা এড়াতে নয়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের, বাসের উইন্ডস্ক্রিন থেকে সরাতে হবে বোর্ড

বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনের ওপর থেকে যেকোনও ধরণের বোর্ড সরিয়ে ফেলতে হবে। শহরে দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনে কোন বাস কোথায় যাবে, তা লেখা থাকে। এবার সেইসব আর লেখা থাকবে না। কলকাতা পুলিশের এই নির্দেশ পাওয়ার পর বেসরকারি বাসের উইন্ডস্ক্রিন থেকে বোর্ড সরানোর কাজ শুরু করেছে বেসরকারি বাসের মালিক ও চালকরা।

 

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনের ওপর বোর্ড থাকলে চালকের গাড়ি চালানোর সময় দেখতে অসুবিধা হতে পারে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। সেইকারণে বেসরকারি বাসগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বাসগুলিকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। একাধিকবার নিয়ম ভাঙলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। কলকাতা পুলিশের শ্যামবাজার ও বিদ্যাসাগর ট্রাফিক গার্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যামবাজার ট্রাফিক গার্ড শনিবার অবধি ১২ টি মামলা রুজু করেছে। মোটর ভেহিকেলস আইনের ১২৫ ধারায় কলকাতা পুলিশ এই মামলা রুজু করেছে। এই প্রসঙ্গে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, লুকিং গ্লাসের নীচে বোর্ডগুলি লাগানোর জন্য বলা হয়েছে। সামনের উইন্ডস্ক্রিন কোনওভাবেই ঢেকে রাখা যাবে না। এই নিয়ে এক যাত্রী জানিয়েছেন, উইন্ডস্ক্রিন থেকে বোর্ড সরানো যেমন ভালো সিদ্ধান্ত, তেমন বাসের রেষারেষি রুখতে কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত কলকাতা পুলিশের।

Comments are closed.