ঐতিহাসিক মুহূর্ত, কলকাতা থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো পৌঁছল হাওড়ায় 

বুধবার ঘড়ির কাঁটার ঠিক ১১.৫২ মিনিট। গঙ্গার তলা দিয়ে প্রথম রেকটি পৌঁছে গেল হাওড়ায়। আর তার কিছুক্ষণ পরেই পৌঁছে গেল মেট্রোর দ্বিতীয় রেকটি। ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। এসপ্ল্যানেড হয়ে গঙ্গার নীচে দিয়ে প্রথম মেট্রো পৌঁছল হাওড়া ময়দানে। এক কথায় দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেট্রো কর্তৃপক্ষের দাবি, খুব শীঘ্রই মেট্রোর মধ্যে দিয়েও নদীর দুই পারের  শহর জুড়ে যাবে। তারই প্রস্তুতির একটি পর্ব শেষ হল বুধবার।

এদিন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়শঙ্কর খোদ একটি রেকে চেপে হাওড়া পৌঁছান। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই মেট্রো রেলের রেক দুটি থাকবে। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হবে। যদিও মেট্রো রেলের তরফে এদিন সাফ জানানো হয়, খুব শীঘ্রই গঙ্গার নীচে সুড়ঙ্গ পথে ট্রায়াল রান শুরু হবে। এদিনের যাত্রা ট্রায়াল রানের অংশ ছিল না। এদিন মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, বহু বাধা পেরিয়ে মেট্রোর রেক দুটি হাওড়া নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। খুব শীঘ্রই কলকাতা এবং হাওড়াবাসীর জন্য বিশেষ উপহার হতে চলেছে এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রো। 

 

Comments are closed.