88 ডিগ্রি পেরোলো বাঁকুড়ার তাপমাত্রা; তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি ৫ জেলায় 

পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। দাবদাহের মধ্যেই এতদিন জেলায় জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে বুধবার আরও আশঙ্কার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাপপ্রবাহ নয়, রাজ্যের পাঁচ জেলায় ‘তীব্র’ তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে, তারমধ্যে বাঁকুড়ার তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা ৪৩.২ পারুলিয়া, মালদহ, ঝাড়গ্রাম সহ বাকি জেলার তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। 

এর মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে বৃষ্টি হলেও এই মুহূর্তে তীব্র দাবদাহের হাত থেকে রাজ্যবাসীর রেহাই নেই বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। 

Comments are closed.