বাংলার গরম বিশ্ব রেকর্ড করলো, বিশ্বের সপ্তম উষ্ণতম শহর বাঁকুড়া

বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি রাজ্যে চলছে তাপপ্রবাহ। কোনও কোনও রাজ্যের তাপ মাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি ওপর। এই অবস্থায় বিশ্বের সপ্তম উষ্ণতম শহর হল বাংলার বাঁকুড়া। সম্প্রতি এলডোরাডো ওয়েবসাইট প্রকাশিত সমীক্ষায় বিশ্বের উষ্ণতম শহরগুলির মধ্যে সপ্তম স্থান পেয়েছে বাঁকুড়া। বাঁকুড়া শহরে গত দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস।

 

প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে মায়ানমারের চাউক এবং নিয়াউং। এই দুইনজয়গার তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় পৌঁছেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার মাইনে সোরাও। সেখানে তাপমাত্রার ৪৪.৬ ডিগ্রি। চতুর্থ স্থানে রয়েছে ভারতেরই উত্তরপ্রদেশের এলাহাবাদ। সেখানে তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি। পঞ্চম স্থানেও রয়েছেন ভারতেরই শহর বারিপোদা। সেখানেও তাপমাত্রা ৪৪. ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

তীব্র গরমে চরম কষ্টের মধ্যে রয়েছে বাঁকুড়ার মানুষজন। বেলা বাড়তেই বাড়ি থেকে বেরোনো কঠিন হয়ে যাচ্ছে। বেড়েছে জলের কষ্ট। এরমধ্যেই বেশ কয়েকটি জেলায় আগামী দুইদিন তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সব রাজ্যের মধ্যে রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি হয়েছে।

এরমধ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, বিপদের মুখে দেশের ৯০ শতাংশ এলাকা। এরমধ্যে রয়েছে বাংলাও।

Comments are closed.