হাওড়া ব্রিজের সংস্কার শুরু হবে, কাজ চলবে ২৭ দিন; যানজটের আশঙ্কা! 

শীঘ্রই হাওড়া ব্রিজ সংস্কাররের কাজ শুরু হবে। প্রায় ২৭ দিন ধরে এই কাজ চলবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের অনুমোদন মিলেছে। সব ঠিক থাকলে চলতি মাসেই সংস্কারের কাজ শুরু করবে কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। 

হাওড়া ব্রিজ শহরের কার্যত সব থেকে ব্যস্ততম সেতু। সে ক্ষেত্রে ব্রিজে কাজ চললে তীব্র যানজটের আশঙ্কা থাকছেই। ভোগান্তির মুখে পড়বে নিত্যযাত্রীরা। যদিও পোর্ট ট্রাস্টের তরফে জানা গিয়েছে, যানজটের কারণে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এই কাজ চলবে। পোর্ট ট্রাস্ট সূত্রে আরও খবর, এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে প্রায় ২৭ দিন সময় লাগবে ব্রিজ সংস্কারে। তবে রাতের দিকে কাজ চললেও যানজটের সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ রাতেই বহু গাড়ি ব্রিজের ওপর থেকে যায়। তাছাড়া উল্টো দিকে হাওড়া স্টেশন থাকায় রাতে ট্রেন ধরতে বা স্টেশন থেকে অনেকে ফেরেন। সেক্ষত্রে জানা গিয়েছে, ব্রিজ পুরো বন্ধ করা হবে না। পোর্ট ট্রাস্ট সূত্রে খবর, ব্রিজের এক তৃতীয়াংশ জুড়ে মেরামতির কাজ চলবে। বাকি অংশ যান চলাচলের জন্য খোলা থাকবে। 

কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১০ মে থেকে কলকাতা পুলিশ হাওড়া ব্রিজ মেরামতের অনুমোদন দিয়েছে। এই মেরামতির জন্য সাড়ে ৩ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে।

Comments are closed.