স্বৈরাচারি ও সংখ্যাগরিষ্ঠ রাজনীতি পরাজিত; কর্ণাটকবাসীকে শুভেচ্ছা জানিয়ে পদ্ম শিবিরকে খোঁচা মমতার 

কর্ণাটকে কংগ্রেস জয়ী। পরাজিত হয়েছে বিজেপি। এদিন তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্ণাটকবাসীকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে গেরুয়া শিবিরকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ট্যুইট বার্তায় তিনি লেখেন, পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কর্ণাটকবাসী। সে জন্যে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দ। তারপরেই নাম না করে মোদী-শাহদের একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, নিষ্ঠুর, স্বৈরাচারী সংখ্যাগরিষ্ঠ রাজনীতি আজ পরাজিত। যখন আমজনতা গণতান্ত্রিক শক্তির জয় চায়, তখন কোনও কেন্দ্রীয় শক্তিই মানুষের সেই ইচ্ছেকে দমিয়ে রাখতে পারে না। এটাই হল সারমর্ম। কর্ণাটকের এই জয় আগামী দিনের জন্য শিক্ষা। 

এদিন বিকেলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, আমি যেটা মনে করি ক্ষমতার অহঙ্কার, এজেন্সি রাজনীতি, নৃশংসতার বিরুদ্ধে এই রায় দিয়েছে সাধারণ মানুষ। ছত্রিশগড়, মধ্যপ্রদেশের নির্বাচন আসন্ন। সেখানেও বিজেপির একই অবস্থা বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা যে পথ দেখিয়েছে, বেঙ্গালুরুও আজ সেই পথে। 

Comments are closed.