মার্তিনেজ কলকাতায় আসছেন আগেই জানা গিয়েছিল। রিষড়ার একটি ক্লাবের অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা। সেই সঙ্গে শহরের কিছু অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা। এর সঙ্গেই জল্পনা ছিল, মোহনবাগান ক্লাবেও আসতে পারেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী। যদিও ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছিলেন পুরো বিষয়টি আলোচনার স্থরে রয়েছে। তবে সোমবার রাতে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আগামী ৪ জুলাই সন্ধ্যায় মোহনবাগান ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী দলের গোলকিপার।
সবুজ মেরুন শিবির সূত্রে খবর, ৪ জুলাই মোহনবাগান মাঠে কলকাতা পুলিশের একটি সৌজন্য ম্যাচ রয়েছে। ওই ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্তিনেজ। ফুটবল মহাতারকা আসার খবরে স্বাভাবিকভাবে উৎসবের মেজাজ ক্লাবের মধ্যে। মোহনবাগান ভক্তরাও দিনটির জন্য মুখিয়ে রয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কার্যত মূল কান্ডারী এমিলিয়ান মার্তিনেজ। কাতার বিশ্বকাপ যতটা মেসি, ডি মারিয়াদের ঠিক ততটাই মার্তিনেজের। কোয়ার্টার ফাইনাল হোক বা ফাইনাল, কার্যত একা হাতেই আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ এনে দিয়েছেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপের পর ফুটবলের মহাতারকাদের মধ্যে অন্যতম একটি নাম তিনি। আর সেই মার্তিনেজই পা রাখছেন তিলোত্তমায়।
Comments are closed.