বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। যদিও হাওড়ার বদলে প্রথমে ট্রেনটি ছাড়বে পুরী থেকে। রেল সূত্রে খবর, হাওড়া এনজিপি বন্দে ভারতের মতো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ ট্রেনটি পুরী থেকে ছাড়বে এবং হাওড়ায় এসে তা পৌঁছবে বিকেল ৪টে নাগাদ। তবে শুধু ঐদিনের জন্যই এত জলদি ট্রেনটি হাওড়া এসে পৌঁছবে। অন্যান্য দিন কিছুটা সময় লাগবে।
জানা যাচ্ছে, ১৮ মে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও ২০ মে হাওড়া থেকে নিয়মতি চলবে ট্রেনটি। পুরী বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণের জায়গা। রেলের আশা এই রুটে যাত্রীর চাপও প্রচুর থাকবে। তা সামলাতেই সপ্তাহে ৬ দিনই বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। বৃহস্পতিবার বাদে বাকি সবদিনই হাওড়া থেকে চলবে সেমি হাইস্পিড এই ট্রেন।
হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ৪ রকমের টিকিটের দাম ঠিক করা হয়েছে। এসি চেয়ার কারের টিকিটের দাম পড়বে ১২৬৫ টাকা। এর মধ্যে থাকছে খাওয়াদাওয়ার খরচও। কেউ খাওয়ার নিতে না চাইলেও এসি চেয়ার কারের ভাড়া হবে ১১৬০ টাকা। আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া খাওয়ার সমেত ২৪২০ টাকা। খাবার ছাড়া ভাড়া ২২৮০ টাকা।
উল্লেখ্য, রেলের তরফে আগেই জানানো হয়েছিল, ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬ টা ১০ মিনিটে ছাড়বে, পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে, হাওড়ায় এসে পৌঁছবে রাত সাড়ে আটটা।
Comments are closed.