এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’; বৃহস্পতিবার নতুন কর্মসূচির উদ্বোধন করবেন মমতা

জনসংযোগে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই পঞ্চায়েত ভোটের আগে নবান্নের নতুন কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। বৃহস্পতিবার নতুন এই কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, এদিন বেলা ১ টা নাগাদ নবান্নে নতুন এই কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবে, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা সহ অন্যান্য আধিকারিক। 

জনসাধারণের অভাব অভিযোগ শুনতে এর আগে তৃণমূলের তরফে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। ‘দিদিকে বল’, ‘দিদির দূত’ ‘এক ফোনে অভিষেক’র মতো একাধিক কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ‘নব জোয়ার’ যাত্রা শুরু করেছেন। কার্যত পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন মানুষের দরজায়। শুনছেন দাবি দাওয়া, অভাব অভিযোগ। 

তবে এগুলো সমস্তটাই তৃণমূলের দলীয় কর্মসূচি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারও চাইছে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে। যে কারণেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ । রাজ্যবাসীর জন্য নির্দিষ্ট একটি ফোন নম্বর চালু করা হবে। যেখানে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে ফোন করে অভাব অভিযোগ জানাতে পারবেন। 

Comments are closed.