করমণ্ডল-কান্ড থেকে নজর ঘোরাতেই রাজ্যে সিবিআই হানা; বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক পুরসভায় হানা দিয়েছে সিবিআই। এবার তা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি সাফ বলেন, বিংশ শতাব্দীর সবথেকে বড় দুর্ঘটনা বালেশ্বর ট্রেন দুর্ঘটনা। আর তা থেকে নজর ঘোরাতেই বাংলায় সিবিআই অভিযান চালাচ্ছে কেন্দ্র। 

ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য তুলে দিতে রাজ্যের তরফে এদিন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এতবড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আর তা ধামাচাপা দিতে চাইছে রেল। সিবিআই কী করবে? আসল ঘটনার কোনও তদন্ত হলো না। সব সাফ হয়ে গেল। তার পরেই মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, আসল ঘটনার তদন্ত না করে সকাল থেকে রাজ্যের ১৪টি পুরসভায় সিবিআইকে পাঠিয়ে দিল। 

উল্লেখ্য, রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। বুধবার সকাল থেকে ১৪টি পুরসভা সহ ২০টি জায়গায় একযোগে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকে পাঁচ ঘণ্টা কেটে গেলেও এখনও সিবিআই অভিযান জারি রয়েছে। আর তা নিয়েই এদিন কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। 

Comments are closed.