২০ জুন পুরীতে রথযাত্রা। আর তার আগে ড্রোন ওড়ানো নিয়ে কড়া নির্দেশ দিল পুরীর পুলিশ। সোমবার থেকে ১ জুলাই পর্যন্ত পুরীর মন্দরে চত্বরে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ যদি নির্দিষ্ট জোনে ড্রোন ওড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।
রথের আগে পুরীর জগন্নাথ মন্দিরকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়। দেশের নানান প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও প্রচুর ভক্তসমাগম হয় রথযাত্রা উপলক্ষ্যে। সে কারণে এ ক’দিন মন্দির চত্বরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। ড্রোন নিষেধাজ্ঞা নিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ালে তা ভক্তদের নিরাপত্তার ব্যাঘাত ঘটাতে পারে। আর সে সময় নজরদারি চালানোর জন্য পুরীর জেলাপুলিশও ওই সময় মন্দির চত্বরে ড্রোন ওড়ায়। সে কারণেই বাইরের ড্রোনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরই নয়, গুণ্ডিচা মন্দির এবং রথ যেখানে থাকবে, সেই চত্বরেও আগামী ১ জুলাই পর্যন্ত ড্রোন ওড়ানো যাবে না বলেই পুরী পুলিশের তরফে নির্দেশ জারি করা হয়েছে।
Comments are closed.