শোনা যায়, তাঁকে পিএসজি’তে ধরে রাখতে খোদ ফ্রান্সের রাষ্ট্রপতি হস্তক্ষেপ করেছিলেন। তিনিও এক প্রকার পিএসজি’র ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। সেই কিলিয়ান এমবাপেই নাকি এবার পিএসজি ছাড়তে চাইছেন। ফুটবল মহলে তেমনটাই খবর। ফুটবল বিশ্বের ওপর এক তারকা লিওনেল মেসি প্যারিসের ক্লাবকে বিদায় জানিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন। এদিকে নেইমার জুনিয়ারও ক্লাব ছাড়তে পারেন, এমন একটা জল্পনা শোনা যাচ্ছে। আর এর মধ্যেই নতুন খবর প্রকাশ্যে এল, এবার নাকি এমবাপেও পিএসজি থেকে বিদায় নেবেন মনস্থির করে নিয়েছেন।
ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যমগুলো সূত্রে খবর, ২০২৪ পর্যন্ত পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি রয়েছে। তাঁর পর নাকি তিনি আর চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নন। ইতিমধ্যেই এই মর্মে নাকি ক্লাব কর্তৃপক্ষকে তিনি চিঠি লিখে জানিয়েছেন। কিন্তু এমবাপে হঠাৎ এমন সিদ্ধান্ত নিচ্ছেন কেন?
শোনা যাচ্ছে, ফরাসি লিগের তুলনায় বিশ্বের সেরা লিগের তালিকায় প্রিমিয়ার লিগ, লা লিগার মতো লিগগুলো রয়েছে। এগুলোর দর্শক সংখ্যা আরও অনেক বেশি। ফরাসি লিগ থেকে বেরিয়ে প্রিমিয়ার লিগ, লা লিগার মতো প্রথম সারির লিগ খেলতে চাইছেন এমবাপে। যে কারণেই তিনি পিএসজি ছাড়তে চাইছেন। এছাড়াও টাকার অঙ্কটাও এখানে গুরুত্বপূর্ণ বলে একাংশের দাবি।
২০১৭ সালে মোনাকো থেকে বার্ষিক ১৫৬৫ কোটির টাকার বিনিময়ে পিএসজি’তে এসেছিলেন তিনি। তারপর থেকে সেখানেই রয়েছেন। কাতার বিশ্বকাপের পর মেসি, রোনাল্ডোদের সমকক্ষে রয়েছেন ফরাসি ফুটবলের পোস্টার বয়। ক্লাব পরিবর্তন করে নিজের দর বাড়াতে চাইছেন। যদিও এমনটাও শোনা যাচ্ছে, এমবাপেকে ধরে রাখতে মরিয়া পিএসজি। শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার।
Comments are closed.