অশান্ত ভাঙড়! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নে নওশাদ সিদ্দিকি

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে ভাঙড়ে। সংঘর্ষ জড়িয়েছে তৃণমূল ,আইএসএফ কর্মী সমর্থকরা। এই আবহে বুধবার হঠাৎ নবান্নে দেখা গেল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা ছড়িয়েছে। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই নবান্নে এসেছিলেন নওশাদ সিদ্দিকি। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর দেখা হয়নি বলে খবর। নবান্ন থেকে বেরিয়ে আইএসএফ বিধায়ক জানান, পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলেন। তিনি যে আসবেন তা ইমেল মারফত মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় দেখা হয়নি। 

ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেই তাঁর নবান্নে আসা বলে দাবি করেন নওশাদ। আইএসএফ বিধায়ক বলেন, ভাঙড়ের বিডিও অফিসে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও অফিস ঘিরে রাখা হয়েছে। বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না। মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবিকা। তাই আমার মনে হল ওনাকে জানানো উচিত। 

Comments are closed.