৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এক দফায় হবে নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ওদিকে শুক্রবার কাকদ্বীপে অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রা শেষ হচ্ছে। এর মধ্যেই ১৭ জুন শনিবার কলীঘাটে নিজের বাসভবনে নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি।
ঘাসফুল শিবির সূত্রে খবর, মূলত পঞ্চায়েত ভোটের রূপরেখা নির্ধারণ করতেই এই বৈঠক। উপস্থিত থাকবেন, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এছাড়াও দলের একেবারের প্রথম সারির বেশ কয়েকজন বিধায়ক, সাংসদ, মন্ত্রী। এছাড়াও বর্ষীয়ান তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, শনিবার দুপুর তিনটে নাগাদ কালীঘাটে ওই বৈঠকে ডাকা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মনোনয়ন দেওয়ার শেষ দিনেও বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতেও বেশ কয়েকটি মামলা হয়েছে। বিরোধীরা একত্রে অভিযোগ জানাচ্ছে, মনোয়ন জমা না দিতে পারার। সব মিলিয়ে ভোটের প্রায় এক মাস বাকি থাকলেও এখনই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে কালীঘাটের বৈঠক শেষে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেয়, এখন সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.