অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে আশার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। সেই সঙ্গে জেলায় জেলায়ও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সঙ্গে বজ্রপাতের সতর্কতা।
বুধবার রাতেই বজ্রপাতে সাত জনের প্রাণ গিয়েছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় বজ্রবিদুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
এদিকে উত্তরবঙ্গে জোর কদমে বৃষ্টি চলছে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। বৃষ্টি বাড়বে মালদহ সহ দুই জেলায়।
তবে বৃষ্টি বাড়লেও আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। তবে গত কয়েকদিন যে তীব্র গরমের অস্বস্তি ছিল, তা থেকে রেহাই মিলবে বলেই জানা গিয়েছে।
Comments are closed.