সোমবার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে প্রচার করবেন তিনি। প্ৰথম সভা কোচবিহারে। ঘাসফুল শিবির সূত্রে খবর, রবিবারই কোচবিহার পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী।
কোচবিহারের ১ ব্লকে প্রাণনাথ হাইস্কুলের মাঠে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার সকাল ১১টা থেকে সভা শুরুর কথা। কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতেও জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর।
কয়েক দিন আগে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির একটি বৈঠক করেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকেই পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য তৃণমূলের তরফে ৫০ জনের একটি দল গঠন করা হয়। যেখানে দলের তারকা সাংসদ ,বিধায়ক থেকে শুরু করে দলের বর্ষীয়ান নেতৃত্ব রয়েছেন। ইতিমধ্যেই তাঁরা জেলায় জেলায় প্রচার অভিযানে নেমেছেন। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা কোচবিহার জেলা জুড়ে। পঞ্চায়েত ভোটের প্রচারে প্রথম জনসভা থেকে কী বার্তা দেন তৃণমূল নেত্রী এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.