কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের বিজেপিকে আক্রমণ; মমতা বললেন, পঞ্চায়েত জিতে ১০০ দিনের কাজের টাকা আদায় করবেন
পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে থেকে প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। আর সোমবার কোচবিহারের প্রথম সভা থেকেই ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। বললেন, পঞ্চায়েত ভোটে জিতে ১০০ দিনের কাজের টাকা আদায় করে আনবেন।
এদিন দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার আশ্বাস দেন তৃণমূল নেত্রী। সাফ বলেন, পঞ্চায়েতে কোনও নেতা দুর্নীতি করলে সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বর কাছে অভিযোগ জানাতে। তিনি নিজে পঞ্চায়েত দেখবেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। তৃণমূল নেত্রীর হুঙ্কার, আমরা টাকা আদায় করে ছাড়ব। এবং পঞ্চায়েত জেতার পরই ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় করব। এদিন মুখ্যমন্ত্রী ফের একবার বলেন, ১০০ দিনের কাজের টাকার পাশাপাশি বাংলার বাড়ির টাকাও বন্ধ করে দিয়েছে বিজেপি। তৃণমূল নেত্রীর কথায়, আমরা বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করব। একটু অপেক্ষা করুন। পঞ্চায়েত ও লোকসভা ভোটে জিতে বাংলার বকেয়া টাকা নিয়ে আসব।
Comments are closed.