মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশ হবে শুক্রবার, ৩০ জুন। পর্ষদ সূত্রে তেমনটাই খবর। ১৯ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফল। ফল প্রকাশের দিনই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের ফল নিয়ে কোনও অভিযোগ থাকলে স্ক্রুটিনি, রিভিউ করা যাবে। অনলাইনেই রিভিউ, স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে বলে পর্ষদ জানিয়েছিল।
৯ জুন বেলা ১১টা থেকে শুরু করে ১৫ জুন রাত ১২টা পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করার সময়সীমা ছিল। সেই মতো আবেদন করেছিলেন ছাত্রছাত্রীরা। সেই আবেদন গ্রহণের পর আগামী ৩০ জুন ফল প্রকাশ হতে চলেছে।
জানা গিয়েছে, আগামী শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদে একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর সব ঠিক থাকলে, ওই দিনই রিভিউ এবং স্ক্রুটিনির ফল ঘোষণা করবে পর্ষদ। তবে পরীক্ষার্থীরা সংশোধিত নতুন মার্কশিট পাবেন ৩ জুলাই। সব ঠিক থাকলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ৪২ দিনের মাথায় স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল প্রকাশ করা হতে পারে।
Comments are closed.