হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, সেই মতো দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছিল। যার জেরে ফের একবার গরমের অস্বস্তি ফিরে এসেছে। তবে তার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হল।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এদিন বিকেল থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বৃষ্টি শুরু হয়েছে। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গোটা সপ্তাহ জুড়েই এই কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি হয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানান হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
Comments are closed.