চলছে পঞ্চায়েত ভোট গণনা। মোট ২২টি জেলায় ৬১,৫৩৯টি বুথের ভোট গণনা শুরু হয়েছে। ত্রিস্তরীয় নির্বাচনে প্রথমে পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলা পরিষদের আসনে ভোট গণনা হবে। এদিন দুপুর ১২ টা পর্যন্ত ভোটের যে প্রাথমিক ফলাফল উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে একেবারে প্রথম থেকেই বিরোধীদের ব্যাপক ব্যবধানে পিছিয়ে দিয়েছে তৃণমূল।
গ্রাম পঞ্চায়েতের মোট ৩৩১৭টি আসনের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৪২৩টি আসনে এগিয়ে ঘসফুল শিবির। বিজেপি ছয়টি এবং বামেরা তিনটি আসনে এগিয়ে। এছাড়াও নির্দল প্রার্থীরা এগিয়ে ২৮টি আসনে।
প্রাথমিক ফলাফল আসার পর থেকেই বিজয় উৎসব শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। জেলায় জেলায় দেখা মিলছে সবুজ আবিরের। এদিকে গণনার দিনও বেশ কয়েকটি গণনা কেন্দ্রে অশান্তির খবর মিলছে।
এদিকে অশান্তি এড়াতে মঙ্গলবার সকালেই জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনও রকম অশান্তির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
Comments are closed.