দীর্ঘ দিন ধরে পরিকল্পনা ছিল। এবার রাজ্য সরকার কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য অনলাইন প্রভিডেন্ট ফান্ড পরিষেবা শুরুর আগে গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতর এবং ই-গভর্নেন্স বিভাগ একসঙ্গে গাইডলাইন প্রকাশ করেছে। প্রশাসনিক মহল সূত্রে খবর, কয়েক মাসে আগেই এই সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল অর্থ দফতর। তবে মাঝে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ায়, রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছিল। যার কারণে নতুন করে এই নির্দেশিকা জারি করা যায়নি। পঞ্চায়েত ভোট মেটায় এবার পিএফ পরিষেবা নিয়ে গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার।
জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে উত্তর ২৪ পরগনা জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে অনলাইন পিএফ পরিষেবা চালু হতে চলেছে। ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ডস এন্ড গ্রুপ ইনসিওরেন্স’ (ডিপিপিজি) দ্রুত এই পরিষেবা চালুর নির্দেশ দেওয়ার হয়েছে। জানা গিয়েছে, কর্মচারীদের পিএফ-এর তথ্য পোর্টালে আপলোড করবে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই রাজ্যের সমস্ত কর্মীর জন্য অনলাইন পিএফ পরিষেবা শুরু হবে বলে খবর।
Comments are closed.