আরও কিছুটা সম্প্রসারিত হল কলকাতা মেট্রোর কাজ। নোয়াপাড়া-বারাসাত মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ স্টেশন বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে তেমনটাই জানানো হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, নোয়াপাড়া-বারাসাত মেট্রো করিডরের কাজ বেশ কিছু মাস ধরে অনেকটাই ধীর গতিতে চলছিল। তবে এবার তা দ্রুত গতিতে শুরু হয়েছে। আর যারই ফলস্বরূপ, অন্যতম গুরুত্বপূর্ণ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষের মুখে। এই স্টেশন চালু হয়ে গেলে, মাত্রা কয়েক মিনিটেই বিমানবন্দর থেকে খুব সহজেই শহরের প্রাণ কেন্দ্রে পৌঁছে যাবে। বিমানবন্দর থেকে মেট্রো স্টেশনে যাতে যাত্রীরা সহজেই পৌঁছে যেতে পারেন, তার জন্য আলাদা একটি বিশেষ করিডরও করা হচ্ছে।
নতুন এই মেট্রো স্টেশনটি একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ের মাধ্যমে বিমানবন্দরের সঙ্গে যুক্ত। গত মে মাসেই সেই সাবওয়ের কাজ সম্পুর্ন হয়েছিল। এবার স্টেশনের কাজও প্রায় শেষ। শুধু মাত্র অন্দরসজ্জা বাকি।
বিমানবন্দর থেকে বেরিয়ে টেক্সি পেতে যাত্রীদের অনেক ঝক্কি পোয়াতে হয়। সঙ্গে ভারী লাগেজ থাকায় বাড়তি অসুবিধা। মেট্রো চালু হলে এই ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি মিলবে বলে কর্তৃপক্ষের দাবি।
Comments are closed.