রাজ্য বিজেপির নেতারা মাঝে মধ্যেই হুঁশিয়ারির সুরে বলছেন, তৃণমূল সরকার আর থাকবে না। খুব শীঘ্রই সরকার পড়ে যাবে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও এধরণের দাবি করেছেন। এবার তাঁর পাল্টা দিলেন তৃণমূল নেত্রী।
বুধবার নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের এসএসকেএম হাসপাতালে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে সরকার পড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। তখনই পাল্টা কটাক্ষের সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে। খেয়েদেয়ে কাজ নেই। তাপরেই পাল্টা আক্রমণ শানিয়া মুখ্যমন্ত্রী বলেন, তোমাদের সরকার ইতিমধ্যেই উল্টে গিয়েছে। কাল থেকে ভয়ে কাঁপছ।
মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে বিরোধী বৈঠক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গ টেনে এনেই বিজেপিকে তুলধনা করেন তৃণমূল সুপ্রিমো। এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, যাদের কোনও কাজ নেই, কর্ম নেই, শুধু হিংসা, কুৎসা করা কাজ তারা আর কী করবে?
Comments are closed.