রাত পোহালেই ২১ জুলাই; ধর্মতলায় এসে প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল নেত্রী 

রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছে। গমগম করছে গোটা শহর। প্রতি বছরের মতো এ বছরের ২১ জুলাইয়ের আগেও সভাস্থলে এসে প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী।

একুশে জুলাই তৃণমূল কর্মীদের কাছে একটি বিশেষ আবেগের দিন। তার ওপরে এ বছরে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রায় ৫২% ভোট পেয়েছে। সব মিলিয়ে দিনটি ঘাসফুল শিবিরের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বুধবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল নেতা কর্মীরা আসতে শুরু করেছে। আগত কর্মী সমর্থকদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কসবা গীতাঞ্জলী স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় রাখার বন্দোবস্ত করা হয়েছে। কর্মীচারীদের থাকার জায়গায় বন্দোবস্ত খতিয়ে দেখতে বুধবারই সে সব জায়গা ঘুরে দেখেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

Comments are closed.