পুলিশ লেখা গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা সশস্ত্র যুবকের, গ্রেফতার করল কালীঘাট থানা 

পুলিশের স্ট্রিকার লাগানো একটি কালো গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ঢোকার চেষ্টা করছিলেন এক সশস্ত্র যুবক। তাঁকে গ্রেফতরা করেছে কালীঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালীঘাট চত্বরে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতেই ওই যুবক ধরা পড়েছেন। ধৃতের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

শুক্রবার দুপুরে ওই যুবককে যখন আটক করে পুলিশ। তখন মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন বলেই খবর। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতেন তিনি। তার আগেও এ ধরণের ঘটনায় প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। আগ্নেয়ান্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে কী উদ্দেশ্যে ওই যুবক যাচ্ছিলেন তা নিয়ে জিজ্ঞসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। 

পুলিশ জানিয়েছে ধৃত যুবকের পরনে ছিল ব্লেজার। তাঁর ব্যাগে ভোজালি, মাদক সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র ছিল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, এমন দিনে এরকম ঘটনা। পুলিশ গুরুত্ব সহকারে পুরো ব্যাপারটি দেখেছে। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই ব্যক্তি বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ধৃতের কাছে একটি বিএসএফের পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃতের নাম নূর আমিন। পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা।

Comments are closed.