বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী; ১ ঘন্টা বৈঠক রাজ্যপালের সঙ্গে 

নবান্ন বনাম রাজভবন সংঘাত নতুন নয়। পঞ্চায়েত ভোটের সময় থেকে তা কার্যত তুঙ্গে উঠেছে। আর এরকম এক পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কনভয়কে রাজভবনে ঢুকতে দেখা গেল। এদিন বিকেল চারটে নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘন্টা রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে। 

যদিও রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। সেই সুবাদেই সৌজন্য সাক্ষাত করতে তাঁর রাজভবনে আসা। সেই সঙ্গে এও জানান, নির্দিষ্ট কিছু বিল নিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁর কথা হয়েছে। যদিও বিলগুলো কী সংক্রান্ত তা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু খোলসা করে বলেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিধানসভার কিছু বিষয় এভাবে প্রকাশ্যে জানানো যায় না। 

পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ নিয়ে বলতে গিয়ে হাসতে হাসতেই মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে তিনি দুধ চা খেয়েছেন। কিন্তু বিস্কুট খাননি। বিরোধী জোটের কথা তুলে এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেন তৃণমূল নেত্রী। 

Comments are closed.