ফের আবহাওয়ার বড়সড় ভোলবদল। নিম্নচাপ সরে যাওয়ার বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির দাপট কমবে। পাশাপাশি অদ্রতাজনিত অস্বস্তিও ফিরে আসতে চলেছে। তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে বলেই খবর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ ইতিমধ্যেই সরে গেছে ঝাড়খণ্ড এর দিকে। ক্রমাগত এটি আরও পশ্চিম দিকে সরে যাবে। যার জেরে আগামী দু এক দিন পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমলেও অস্বস্তি জারি থাকছেই। বাতাসে আর্দ্রতা থাকবে ৯০ শতাংশের কাছাকাছি। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ক্রমাগত বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টি বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর।
Comments are closed.